ক্রমিক নং | সেবাসমুহ/সেবার নাম | দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সহায়ক চাঁদার পরিমান | সেবা প্রাপ্তিতে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
১ | নিরাপদ পানির উৎস স্থাপন ও অবকাঠামো নির্মাণ (পল্লী এলাকায়) | সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকেৌশলী/ উপসহকারী প্রকেৌশলী(জনস্বাস্থ্য) | উপজেলা ওয়াটসান কমিটি কর্তৃক অনুমোদিত | ওয়াটসান কমিটি কর্তৃক অনুমোদনের ৪৫ কর্ম দিবস | সহায়ক চাঁদার পরিমান ১।অগভীর নলকূপ=১০০০/- ২।অগভীর তারা=১৫০০/- ৩।গভীর নলকূপ=৪৫০০/- ৪।গভীর তারা=৪৫০০/- ৫।রিংওয়েল=২০০০/- ৬।ভিএসএসটি/এসএসটি=১৫০০/ | জেলা পর্যায়ে নির্বাহী প্রকেৌশলীর নিকট লিখিত অভিযোগ |
২ | পানির গুনগতমান মান পরীক্ষা (ফিল্ড টেষ্ট কিটের মাধ্যমে) | সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকেৌশলী/ উপসহকারী প্রকেৌশলী(জনস্বাস্থ্য) | আবেদন পত্র প্রাপ্তির পর ফিল্ড টেস্ট কিট থাকা সাপেক্ষে | ১০ কর্ম দিবস এর মধ্যে | বিনা মূল্যে (মূল্য ধার্যকরণ প্রক্রিয়াধীন) | জেলা পর্যায়ে নির্বাহী প্রকেৌশলীর নিকট লিখিত অভিযোগ |
৩ | বিনামূল্যে রিং স্লাব বিতরন ও কমিউনিটি ল্যাট্রিন স্থাপন | সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকেৌশলী/উপসহকারী প্রকেৌশলী(জনস্বাস্থ্য) | বরাদ্দ সাপেক্ষে পেৌরসভা/ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাপ্ত হত দরিদ্রের তালিকা মোতাবেক স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরন ও অনুমোদিত তালিকা মোতাবেক কমিউনিটি ল্যট্রিন স্থাপন | প্রাপ্ত বরাদ্দ মোতাবেক | হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরন। | জেলা পর্যায়ে নির্বাহী প্রকেৌশলীর নিকট লিখিত অভিযোগ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS