জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা জেলা কর্তৃক
প্রদেয় সেবাসমূহের তালিকাঃ
১। পল্লী অঞ্চলে পানি সরবরাহঃ
অঞ্চল ভিত্তিক বিদ্যমান সর্বাধিক প্রচলিত প্রযুক্তিগুলো নিম্নরূপঃ
ক) ৬ নং পাম্পযুক্ত গভীর/ অগভীর নলক’প স্থাপনকরণ।
খ) অগভীর নলকূপ স্থাপনকরণ।
গ) পাতকূয়া/ রিংওয়েল স্থাপনকরণ।
ঘ) পুকুর পাড়ে বালি ধারক (পিএসএফ) নির্মাণকরণ।
ঙ) বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রেইন ওয়াটার হারভেস্টিং নির্মাণকরণ।
সমস্যা সঙ্কুল এলাকার বিদ্যমান প্রযুক্তির পাশাপাশি বিকল্প প্রযুক্তি হিসেবে নিম্নলিখিত টেকসই ও নতুন প্রযুক্তির পানির উৎস নির্মাণ করা হয়ঃ
ক) আর্সেনিক আক্রান্ত এলাকায় আর্সেনিক রিমুভাল প্লান্ট স্থাপন করণ।
খ) উপকূলীয় এলাকায় লবণ বিমুক্তকরণ Reverse Osmosis RO) প্লান্ট স্থাপন।
গ) আয়রণ রিমুভাল প্লান্ট স্থাপন।
ঘ) একই নলকূপ থেকে একাধিক পানির উৎস স্থাপন।
ঙ) বিদ্যুৎহীন এলাকায় পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতের মাধ্যমে Solar PSF (Pond Sand Filter) স্থাপন।
২। শহর ও পল্লী অঞ্চলের স্যানিটেশন ব্যবস্থাঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS