জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মেহেরপুর জেলা নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ও স্যানিটেশন সেবা প্রদান করে আসছে। বর্তমানে পল্লী এলাকায় প্রতি ৮০ জনের জন্য একটি সরকারী নিরাপদ খাবার পানির উৎস রয়েছে এবং পানি সরবরাহ কভারেজ ৮৫% এ উন্নীত হয়েছে। বিগত ৩(তিন) অর্থবছরে গ্রাম, পৌর ও বস্তি এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় ১৭৭৬টি বিভিন্ন প্রযুক্তির পানির উৎস, ৩৭ টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পৌর অঞ্চলে ১১ কিঃমিঃ বিভিন্ন ব্যসের পাইপ লাইন, ০২ টি উৎপাদক নলকূপ, ০১ টি ভূ-গভস্থ পানি শোধনাগার ,বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলায় ২৩৪৪টি স্বল্প মূল্যের স্যানিটারি ল্যাট্রিন সেট ও কমিউনিটি ল্যাট্রিন ০৯ টি, ০৩ টি পাবলিক টয়লেট ও ০১ টি পানি পরীক্ষাগার নির্মাণ করা হয়েছে। আঞ্চলিক পরীক্ষাগারে প্রায় ১৭৮০টি পানির উৎসের পানির গুণগতমান পরীক্ষা করা হয়েছে। এছাড়াও মেহেরপুর জেলায় ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক বিদ্যমান থাকায় ২৪ টি পরিবারে এ আই আর পি স্থাপন করা হয়েছে। মহামারি কোভিড-১৯ মোকাবেলা করার জন্য ১৯ টি হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হয়েছে, বিভিন্ন স্থানে জীবাণুনাশক ব্লিচিং পাউডার (৯৮০ কেজি) সরবরাহ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS